সিলেটে আলোচিত ফখর হত্যা ,তদন্তে গোয়েন্দা সংস্থা
প্রকাশিত হয়েছে : ২:১১:২৭,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের জালালাবাদ থানার আলোচিত ফখর উদ্দিন হত্যা মামলার চার্জশীট ( অভিযোগপত্র)’র বিরুদ্ধে না-রাজি দাখিল করেন নিহতের বাবা ও মামলার বাদী সমর আলী ।
বাদীর আবেদনের প্রেক্ষিতে সিলেটের মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত জেরিন সুলতানা না-রাজি আবেদন গ্রহণ করে মামলাটি পুনঃ তদন্তের জন্য সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা শাখা সিলেট স্বয়ং সার্বিক বিষয়ে অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্যে নির্দেশ প্রদান করেন ।
আদালত সূত্রে জানা যায়,২০১২ সালের ১০ অক্টোবর জায়গা জমির বিরোধ নিয়া রাতের আধাঁরে খুন করা হয় লন্ডন প্রবাসি নেহারুন নেছার কেয়ারটেকার ফখর উদ্দিনকে । এই ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে এসএমপি’র জালালাবাদ থানায় ৯ জনের নাম উল্লেখ করে ১২(১০)১২ ইং মামলা দাখিল করেন । পুলিশের হাতে আটক মামলার এজাহার নামীয় আসামী আব্দুল
জব্বার ও আবুল হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে এজার নামীয় সবার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন । কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা বৃন্দ আসামীদের পক্ষ নিয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্ত না করে এজাহার নামীয় ৭ আসামীর নাম বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করা হয়। যার প্রেক্ষিতে বিগত ১৬ এপ্রিল মামলার বাদি আদালতে না-রাজি দাখিল করে মামলাটি সঠিক তদন্ত ও এজাহার নামীয় সকল আসামীদেরকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করার জন্য আবেদন করেন ।
মামলার বাদি পক্ষে ছিলেন আইনজবিী এটিএম মাসুদ টিপু ও আসামী পক্ষে ছিলেন আইনজীবী রেজাউল করিম চৌধুরী ।