সিলেটে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ৮:০০:২৮,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: আগামীকাল বুধবার সিলেট জেলা ও মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোট । দলীয় সূত্র জানায়, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর প্রধানের নির্বিচারে গুলির নির্দেশের প্রতিবাদে , বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতার বিরুদ্ধে এবং গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি ও নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে দেয়ার দাবিতে জেলা ও মহানগর ২০ দলীয় জোট এ হরতাল আহ্বান করেছে।
নেতাকর্মীরা হরতাল পালনে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, সরকার আমাদের দাবী না মানলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।