সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর সিলেট মহানগর ছাত্রলীগের এক নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা করেছে পুলিশ।
শুক্রবার রাতে এসআই প্রদীপ কুমার বাদী হয়ে জালালাবাদ থানায় অস্ত্র আইনে এ মামলা করেন।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, মামলায় শিপলু ও খোকন নামে মহানগর ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরো দুজনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পর রাতেই নগরীর মদিনা মার্কেট এলাকায় সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শিপলুর বাসায় অভিযান চালিয়ে গুলিসহ রিভলবার ও ১৯টি রামদা উদ্ধার করে পুলিশ। তবে শিপলুকে আটক করতে পারেনি তারা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওই সংঘর্ষে বহিরাগতরাও জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
সংঘর্ষ ও তাতে একজন নিহত হওয়ার ঘটনায় শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেন জালালাবাদ থানার এসআই আবুল কালাম।