সিলেটে অজ্ঞাত পরিচয় নারীকে শ্বাসরোধ করে হত্যা
প্রকাশিত হয়েছে : ১০:৩৮:৪৯,অপরাহ্ন ৩০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
সুরক্ষিত ভবন থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে সিলেট নগরীর করেরপাড়া মোহনা বি-৩৮/১, পাঁচতলা একটি ভবনের ৪র্থ তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাড়ির তত্ত্বাবধায়ক আব্দুল কাদির জানান, নারায়ণগঞ্জ জেলার মিজান নামে এক ব্যক্তি আড়াই মাস আগে ওই বাসাটি ভাড়া নেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বাসা থেকে বেরিয়ে যান, এরপর শনিবার (৩০ মে) সকালে কাদিরকে মোবাইল ফোনে জানান, বাসায় মরদেহ রয়েছে। এরপর তিনি ঘটনাটি পুলিশকে জানান। তবে মিজানের সম্পূর্ণ পরিচয় এবং হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না, বলেন কাদির।
এসএমপি জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, বাসার দরজা ভেঙে মহিলার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, শুক্রবার বিকেলে ওই নরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান আখতার।