সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ : চট্টগ্রামগামী উদয়নের সাতটি বগি লাইনচ্যুত, আহত ২৫
প্রকাশিত হয়েছে : ৫:৫৯:২০,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক ::
বুধবার দিবাগত রাতে মৌলভীবাজারে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ।
জানা যায়, বুধবার রাত সোয়া ৩টার দিকে জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ও মনু রেলস্টেশনের মাঝামাঝি স্থানে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস এই দুর্ঘটনার শিকার হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন রেলওয়ে কর্মকর্তা জানান, আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মাইজগাঁও রেলস্টেশনে পৌছার পর যাত্রীরা চালককে জানায় একটি বগির চাকায় কিসের যেন শব্দ হচ্ছে। চালক ও পরিচালক ট্রেনের ব্রেকে সমস্যা খোজে পাওয়ায় সিলেট থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে সমস্যার সমাধান করান। পরে ট্রেন চালুর নির্দেশ দেয়া হয়। ট্রেনটি টিলাগাঁও স্টেশনের কাছে এলে বিকট শব্দ করে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে ।
সিলেটের স্টেশন ম্যানেজার আবদুর রাজ্জাক গণমাধ্যমকে বলেছেন, আন্ত:নগর ট্রেন উদয়ন দুর্ঘটনার শিকার হয়েছে। তবে তদন্ত না করে সঠিক কারণ বলা যাচ্ছে না। বর্তমানে ফায়ার ব্রিগেড উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।