সিলেটের বিয়ানীবাজারে বিএনপি’র বিক্ষোভ ও পথসভা
প্রকাশিত হয়েছে : ১২:৫৪:৩৪,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৫
বিয়ানীবাজার প্রতিনিধি::
বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সভাপতি নাজমুল হোসেন পুতুলসহ গ্রেফতারকৃতদের মুক্তি ও নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা বিএনপি রোববার বিকেলে পৌরশহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। মিছিলটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় দক্ষিণ বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক এম এ অদুদ রোকনের সভাপতিত্বে ও বিএনপি নেতা ছরওয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জামিল উদ্দিন, ছাইফুল আলম খায়রুল, লোকমান হোসেন, নূরুল হুদা বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব দৌলা হোসেন সুভাস, ছাত্রদল নেতা মিছবাহ উদ্দিন, নূরুল আমিন, এমাদ আহমদ চৌধুরী, ইমন আহমদ, রুহেল আহমদ, ফয়েজ আহমদ, ময়নুল ইসলাম, দীপু আহমদ, ওলি আহমদ, এমরান আহমদ, জুবায়ের আহমদ ও এনামুল ইসলাম প্রমুখ।