সিলেটের বিয়ানীবাজারে নিজ দলের ক্যাডারদের হাতে ছাত্রলীগ কর্মী পুলক রক্তাক্ত
প্রকাশিত হয়েছে : ১১:২৭:২৪,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৪
বিয়ানীবাজার সংবাদদাতা::
সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের বিএ ৩য় বর্ষের শিক্ষার্থী পুলক চন্দ্র নিজ দলের ক্যাডারা পিটিয়ে আহত করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বি.এ পরীক্ষার ফরম পূর্ণ করে পুলক প্রশাসনিক ভবনের গেইটের সামনে আসতেই আগে থেকে ও্যঁ পেতে থাকা একই কলেজের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী পল্লব ও এমিলসহ ৪/৫ জন তার উপর অর্তকিত হামলা চালায়। পুলক মাটিতে লুটিয়ে পড়লে আক্রমনকারিদের হকিস্টিকের আঘাতে তার মাথা ফেটে যায় এবং বাম হাতের কুইনে জখম হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে। উপস্থিত সহপাঠীরা বিয়ানীবাজার উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পুলক চন্দ্র উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লব প্রুপের কর্মী। তার উপর হামলাকারি পল্লব দাস ও এমিল একই সংগঠনের মূলধারা প্রুপের সক্রিয় কর্মী।
পুলক চন্দ্র জানান, কলেজে স্বরস্বতি পুজার সময় পল্লব দাসের সাথে তার কথাকাটাকাটি হয়। এর জের ধরে বহিরাগত সন্ত্রাসীদের সাহায্যে পল্লব ও এমিল কলেজের প্রশাসনিক ভবনের সামনে তার উপর হামলা চালায়।
বিয়ানীবাজারে নিজ দলের ক্যাডারদের হাতে ছাত্রলীগ কর্মী পুলক রক্তাক্ত