সিলেটের বিশ্বনাথে অটোরিকশাসহ ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:১৮,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
বিশ্বনাথ প্রতিনিধি::
বিশ্বনাথ থানা পুলিশ কুখ্যাত ডাকাত কাহার কে ছিনতাইকৃত অটোরিকশা গাড়িসহ তার সহযোগিকে গ্রেফতার করেছে। সোমবার ভোরে উপজেলার হাবড়াবজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার দূর্যাকাপন গ্রামের আবদুল মুতলিবের ছেলে কাহার (২৭) ও তার সহযোগি ওসমানীনগর থানার বাম্মামগ্রাম গ্রামের মাসুক মিয়া ছেলে দুলু মিয়া (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে বিশ্বনাথ থানার এসআই আবদুস সালামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হাবড়াবাজার এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশা গাড়িসহ দুই ডাকাত কে গ্রেফতার করা হয়েছে।
থানা অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, কাহার ডাকাতদের বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও চুরির একাধিক মামলা রয়েছে। গতকাল সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।