সিলেটের নির্বাচনী কেন্দ্রে অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা
প্রকাশিত হয়েছে : ৩:১২:৪৭,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: সিলেটের নির্বাচনী কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের কোনো ভিড় লক্ষ্য করা যায়নি। প্রতিটি কেন্দ্র অলস সময় কাটাচ্ছেন নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা। মোট কথা, নিরুত্তাপ ভাবেই সকাল থেকে চলছে প্রতিটি কেন্দ্র ভোট গ্রহণ।
সোমবার সিলেট সদরের বাদাঘাট এলাকা পরিদর্শনে গিয়ে কেন্দ্র গুলো ফাঁকা দেখতে পাওয়া যায়। কিছু দূরে দাড়িয়ে থাকা একজন ভোটারের সাথে কথা হয় প্রতিবেদকের। চাকরিজীবী ঐ ভোটার সুলতান মাহমুদ জানান, ‘সকাল সাড়ে ৯টায় ভোট দিয়ে এসেছি। এসময় লাইনে আমিসহ দুজন ছিলাম। কোনও আমেজ নেই ভোটের। ভোট পাঁচ বছর পরে এসেছে তাই দিয়ে দিলাম।’
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের বাসিন্দা ডা. শাফি জানিয়েছেন, ‘ভোট আজ জানি। তবে ভোট না দিয়েই সকালে হাসপাতালে চলে এসেছি। ভোটের প্রতি তেমন আগ্রহ নেই। এখন ভোটের দিন রাজনৈতিক প্রার্থীদের প্রভাবটাই বেশি প্রধান্য পায়।’
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সিলেটের ১২টি উপজেলার আজ ভোট গ্রহণ চলছে। সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি খুব কম। দুই-একজন করে কিছুক্ষণ পরপর ভোট দিতে আসছেন। লাইন নেই কোথাও। আবার অনেক কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১০-১২টি ভোট পড়েছে।তবে বেলা ১টা পর্যন্ত সিলেটের কোথাও কোনও সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেনি। ভোটারদের উপস্থিতি না থাকায় এবারের ভোট অনেকটা উৎসবহীনে আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে।