সিলেটের গুলশান হোটেলে গ্রেনেড হামলা মামলার সাক্ষ্য গ্রহণ
প্রকাশিত হয়েছে : ১১:১৯:১৬,অপরাহ্ন ১৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: হরকাতুল জিহাদ (হুজি) ও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর ৩ জঙ্গিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে।
সোমবার দুপুরে সাক্ষ্য গ্রহণের জন্য তাদেরকে আদালতে হাজির করা হয়। আদালতে জেলা ও মহানগর দায়রা জজের দুই পাবলিক প্রসিকিউটর সাক্ষ্য প্রদান করেন।
সিলেটের গুলশান হোটেলে গ্রেনেড হামলা মামলার সাক্ষ্য গ্রহণ শেষে তিন জঙ্গিকে জেলহাজতে প্রেরণ করা হয়।
হুজি নেতা মাওলানা দিলোয়ার হোসেন রিপন, জেএমবি নেতা মাওলানা আব্দুল আজিজ হানিফ ও মঈদুল ইসলাম হৃদয়কে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ ইফতেখার বিন আজিজের আদালতে মামলায় হাজির করা হয়।
এসময় ২০০৫ সালের ৭ আগস্ট সিলেট নগরীর গুলশান হোটেলে গ্রেনেড হামলা মামলায় আদালতে সাক্ষ্য প্রদান করেন আওয়ামী লীগ নেতা ও সিলেট জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী।
আদালতে সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে এই মামলায় আগামী ১৭ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য্য করেন।