সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত
প্রকাশিত হয়েছে : ৭:৫৫:৩৬,অপরাহ্ন ০৪ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: কুমিল্লার নাঙ্গলকোটে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম থেকে চিকনী আস্তানা পর্যন্ত ডাবল লাইন থাকায় ওই দুর্ঘটনার ফলে রেল চলাচলে কোনো বিঘœ ঘটেনি। তবে দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। অনেকেই বিকল্প পথে গন্তব্যে রওনা দিয়েছেন, কেউবা প্লাটফর্মে অপেক্ষা করছেন।
কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ একটি বগি নাঙ্গলকোট প্লাট ফর্মের ভেতরই লাইনচ্যুত হয়েছে। লাকসাম থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।