সিরিয়ায় ঢুকেছে ২০,০০০ সন্ত্রাসী : মার্কিন গোয়েন্দা
প্রকাশিত হয়েছে : ৮:৩৮:৩০,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত ২০,০০০ সন্ত্রাসী আইএসআইএলসহ এ ধরনের উগ্র জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ দিতে সিরিয়ায় প্রবেশ করেছে। এ তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার বা এনসিটিসি আজ এক পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে, বিশ্বের ৯০টিরও বেশি দেশ থেকে ‘স্বেচ্ছাসেবী’ সন্ত্রাসীরা সিরিয়ায় প্রবেশ করেছে। এর মধ্যে পশ্চিমা দেশগুলো থেকেই এসেছে অন্তত ৩,৪০০ সন্ত্রাসী যাদের মধ্যে কমপক্ষে ১৫০ জন মার্কিন নাগরিক।
এনসিটিসির পরিচালক নিকোলাস রাসমুসেন বলেছেন, “যে হারে সিরিয়ায় বিদেশি সন্ত্রাসীরা প্রবেশ করছে তা অপ্রত্যাশিত। গত ২০ বছরের যেকোনো সময়ে আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, ইয়েমেন বা সোমালিয়ায় যে হারে বিদেশিরা প্রবেশ করেছে তার সব সংখ্যা ছাড়িয়ে গেছে সিরিয়ায় তৎপর সন্ত্রাসীরা।” তিনি জানান, সিরিয়ায় অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের বেশিরভাগই উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএলে যোগ দিয়েছে।
এদিকে পশ্চিমা দেশগুলো থেকে আসা সন্ত্রাসীরা পরবর্তীতে নিজ নিজ দেশ ফিরে গিয়ে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী গঠন করতে পারে বলে এসব দেশের সরকারগুলো আশঙ্কায় রয়েছে। রাসমুসেন এ সম্পর্কে বলেন, ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসীরা যুদ্ধের প্রশিক্ষণসহ অস্ত্র ও গোলাবারুদ তৈরির কলাকৌশল রপ্ত করছে। সেইসঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর সঙ্গে তাদের যোগাযোগ তৈরি হচ্ছে। এসব সন্ত্রাসী নিজ নিজ দেশে ফিরে গিয়ে সেসব দেশের নিরাপত্তাকে বিপদাপন্ন করে তুলতে পারে।
সিরিয়া ও ইরাকে তৎপর বেশিরভাগ সন্ত্রাসী গোষ্ঠীকে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রই অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সিরিয়ায় পাঠিয়েছিল প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য। কিন্তু তারা প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করতে না পেরে এ দু’টি দেশে তাদের নিয়ন্ত্রিত এলাকায় সাধারণ নাগরিকদের ওপর ভয়াবহ পাশবিকতা চালাচ্ছে। -আইআরআইবি