সিরাজগঞ্জে শিশু ছাত্রীকে ধর্ষণে চেষ্টা অবশেষে শ্বাসরোধে হত্যা
প্রকাশিত হয়েছে : ১১:১০:৪৩,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় লক্ষীপুর গ্রামের এক শিশু স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। সে ওই গ্রামের আব্দুস সালামের মেয়ে ও লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী রিয়া খাতুন (১০)। পুলিশ গতকাল শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে ওই গ্রামের সরিষাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, গতকাল শুক্রবার দুপুরে স্কুলছাত্রী রিয়া খাতুন ছাগল চড়ানোর জন্য মাঠে যায়। সন্ধ্যায় ঘনিয়ে এলেও রিয়া বাড়ী ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে থাকে। এক পর্যায়ে সরিষা ক্ষেতের মধ্যে শিশুটির লাশ দেখতে পায়। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা প্রথমে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনাটি রিয়া ফাঁস করে দেয়ার আশংকায় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে। এমন হত্যাকান্ডটি নিয়ে এলাকায় ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।