সিরাজগঞ্জে ট্রাক-পুলিশভ্যান সংঘর্ষে নিহত ৩
প্রকাশিত হয়েছে : ৬:২৫:১১,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডায় পুলিশভ্যান ও ট্রাকের সংঘর্ষে আব্দুর বাতেন নামে এক পুলিশ কনস্টেবলসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন আরও ৪ জন। আজ বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- সিরাজগঞ্জ পুলিশ লাইন এ কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুল বাতেন (৩৮), পুলিশ পিকআপের চালক ঢাকার মিরপুর-১০ এর বাসিন্দা মফিজুর রহমান (৩০) ও বাসচালক নাটোর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা জাহিদ হাসান প্রামাণিক (৪৫)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী খালেক এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস আজ বুধবার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে পৌঁছে বিকল হয়ে যায়। বাস যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ওই মহাসড়কে টহলরত পুলিশের একটি পিকআপ ভ্যান সেখানে পৌঁছে বাসটির সামনে অবস্থান নেয়। এ সময় কনস্টেবল বাছেদ, পিকআপচালক মফিজুর ও বাসচালক জাহিদ সেখানে দাঁড়িয়ে ছিল। ঘন কুয়াশার মধ্যে ভোর পৌনে ৬টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয় বাস ও পুলিশ পিকআপে থাকা আরও ৪ জন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার ও আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।