সিরাজগঞ্জে গণপিটুনিতে ২ চাঁদাবাজ নিহত
প্রকাশিত হয়েছে : ১০:৪৮:২৪,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গ্রামবাসীর গণপিটুনীতে ২ চাঁদাবাজ নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে উপজেলার ভারাঙ্গা গ্রামের মৃত এন্তাজ আলী ছেলে মজনু (৪৪)। অপর জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত মজনু হত্যা ও ডাকাতি মামলার আসামী।
ওসি বাবুল উদ্দিন সরদার জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ওই উপজেলার ঝাঐল গ্রামের কতিপয় হিন্দু ধর্মালম্বীদের কাছে ৫/৬ জন চাঁদা চাইতে যায়। তাঁরা চাঁদা প্রদানে অস্বীকার করলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে ২ জন কে আটক করলেও অপর কয়েকজন পালিয়ে যায় এবং বিক্ষুপ্ত জনতা তাদের গণপিটুনি দেয়া হয়। পুলিশ মধ্যরাতে স্থানীয় রেললাইনের উপর থেকে মজনুর দ্বি-খন্ডিত লাশ উদ্ধার করে।
আজ শুক্রবার সকালে উপজেলার মালেক মোড়ের অদুরে জঙ্গলের মধ্যে থেকে অপর অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের লাশ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মজনুর নামে কামারখন্দ ও যমুনা সেুত পশ্চিমপাড় থানায় একাধিক খুন ও ডাকাতি মামলা রয়েছে। দুপুরে পুলিশের উর্দতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ হত্যাকান্ডের ব্যাপারে জিআর পি ও কামারখন্ড থানায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে।