সিপিএ’র চেয়ারপার্সন নির্বাচিত হলেন স্পিকার ড. শিরীন শারমিন
প্রকাশিত হয়েছে : ২:৪৫:২০,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০১৪
: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাচনে ৭০ ভোট পেয়ে চেয়ারপারসন পদে জয়লাভ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ৩ বছর মেয়াদি এই পদে বাংলাদেশের স্পিকারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্যারিবীয় অঞ্চলের কেইম্যান আইল্যান্ডসের স্পিকার জুলিয়ানা ও’কনর। তিনি পেয়েছেন ৬৭টি ভোট। স্পিকারের সফরসঙ্গী ও তার পিএস কামাল বিল্লাহ রাতে টেলিফোনে এ তথ্য জানান। ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে’তে আজ এ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৫ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপারসন পদে জয়লাভ করলেন স্পিকার।