‘সিনিয়র বিচারপতিদের সমন্বয়ে বেঞ্চ হবে’
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:১০,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: হাইকোর্ট বিভাগের সিনিয়র বিচারপতিদের সমন্বয়ে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছেন নব নিযুক্ত প্র্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর আদালতে প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে তিনি এই কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, সাংবিধানিক বিষয় শুনানির জন্য আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বে একটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। এছাড়া হাইকোর্টে সাংবিধানিক প্রশ্ন সম্বলিত মামলা শুনানির জন্য বেঞ্চ গঠন করার বিষয়ে আলোচনা করা হবে।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের ছুটি (অবকাশ) কমানোর বিষয়ে আলোচনা করা হব এবং আশা করি ছুটি কমিয়ে আনা হবে।
এর আগে সিনিয়র বিচারপতিদের সমন্বয়ে হাইকোর্টের বেঞ্চ গঠন ছিল না বলে মামলা জট বেড়েছে অভিযোগ তোলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। সেই দাবির পক্ষে তারা সুরেন্দ্র কুমার সিনহার আগে অবসরে যাওয়া সাবেক বিচারপতি মো. মোজাম্মেল হেসেনকে বিদায়ী সম্বর্ধনা দেয়নি।
বিএনপি জামায়াত পন্থী আইনজীবীদের নেতৃত্বে গঠিত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। সমিতিতে বর্তমান সরকার সমর্থিত আওয়ামীপন্থী কোন সদস্য নির্বাচিত হতে পারে নি। সমিতির সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক আইনজীবী সমিতি বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে সম্বর্ধনা দেয়নি।