সিনহার অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা
প্রকাশিত হয়েছে : ১০:৪৯:২২,অপরাহ্ন ১৯ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: প্রধান বিচারপতিএস কে সিনহার অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা।
আজ বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের রেজিস্টার সৈয়দ আমিনুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
বর্তমানে প্রধান বিচারপতি দেশের বাইরে থাকায় এ দায়িত্ব বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞাকে দেয়া হয়েছে। প্রধান বিচারপতি আগামী ২২ মার্চ দেশে ফিরবেন বলে জানা গেছে।