সিদ্ধান্ত জানতে কারাগারে দুই ম্যাজিস্ট্রেট
প্রকাশিত হয়েছে : ৫:৩২:৩৭,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কছে প্রাণভিক্ষা চাইবেন কিনা তা জানতে দুজন ম্যাজিস্ট্রেট কেন্দ্রীয় কারাগারে গেছেন। শুক্রবার সকাল ১০টার কিছু আগে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।
প্রাণভিক্ষার ব্যাপারটা সুরাহা হলে রায় কার্যকরে কোন ধরনের আইনী বাধাঁ থাকবে না। এখন কেবল কামারুজ্জামানের মতামতেন জন্য অপেক্ষা। একটা মতামত জানা গেলেই রায় কায়কর করা হবে বলে সুত্র জানিয়েছে।
এদিকে, কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। প্রাণভিক্ষার বিষয়টি সুরাহা হলেই তারা পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তার পাঁচজন আইনজীবী। সাক্ষাৎ শেষে বের হয়ে অ্যাডভোকেট শিশির মো. মুনির সাংবাদিকদের বলেন, প্রাণভিক্ষা চাইবেন কিনা এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, এ ব্যাপারে ভেবে দেখতে কামারুজ্জামান সময় চেয়েছেন।