সিটি নির্বাচনে নাশকতার আশঙ্কা নেই —প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯:৩৫:৩৯,অপরাহ্ন ২০ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই, তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক শেষে সুনামগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও মানুষের সব ধরনের সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ সময় দেশে আর কেউ গৃহহারা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া হরতাল-অবরোধ করে বিএনপি কাজের ক্ষতি করলেও দেশের উন্নয়নের গতি কমাতে পারেনি বলেও এ সময় মন্তব্য করেন শেখ হাসিনা।
এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপত্বিতে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।