সিটি নির্বাচনে কারচুপি ও জিয়ার মাজার ভাঙ্গায় ফিনল্যান্ড বিএনপি’র প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ৫:২০:২৯,অপরাহ্ন ০৬ মে ২০১৫
এম রহমান হিরক ,ফিনল্যান্ড:: গনতন্ত্রের ইতিহাসে সবচেয়ে নিন্দিত ও নজিরবিহীন বিশৃঙ্খল ভোট উপহার দিয়েছে বর্তমান অবৈধ আওয়ামিলীগ ও তার দুসর নির্বাচন কমিশনার বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ড বি এন পির নেতৃবৃন্দ ।
ফিনল্যান্ড বি এন পির উদ্যোগে রাজধানী হেলসিঙ্কির মেলন্মাকিতে এক প্রতিবাদ সভা ৩০ এপ্রিল সন্ধ্যা ৭ টায় সভাপতি কামরুল হাসান জনির সভাপতিত্তে অনুসটিত হয় । সধারন সম্পাদক জুলফিকার আশরাফ সাগরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান হিরক ।
সভায় বক্তারা বলেন জনগনের দাবী উপেক্ষাকারী অবৈধ সরকার দেশের মানুষকে উপহাস করে ৩ সিটিতে নির্বাচন দিয়ে জাতিকে একটি কলঙ্ক জনক নজিরবিহীন ভোট উপহার দিয়েছে । দেশের মানুশের ন্যায্য ভোটের অধিকার কেরে নিয়ে জাতিকে দিক্রিত গনতন্ত্র শিক্ষা দিচ্ছে । নিশ্চিত পরাজয় জেনে তারা অবৈধ ভাবে ক্ষমতা ধরে রাখার জন্য ৩ সিটিতে মেরুধনডহীন নির্বাচন কমিশনার , দেশের পুলিশ রায়েব ব্যাবহার করে দলের গুন্ডা পানডা দিয়ে প্রতিটি ভোট ক্যাম্প দখল করে নেয় । যাহা দেশী বিদেশী গন মাধ্যমে , সংবাদপত্র , পরযবেক্ষক মহল , কূটনীতিক , আন্তর্জাতিক সম্প্র্দায় কারো ধারা গৃহীত হয়নি । সমস্ত জাতির সাথে আমরাও লজ্জিত ও মর্মাহত , গ্রিনা ভরে এই কুৎসিত নির্বাচনের প্রতিবাদ জানাচ্ছি । সাথে সাথে নির্বাচনের পরের দিন জিয়ার মাজার ভাঙ্গার তীব্র প্রতিবাদ ও দীক্ষার জানাচ্ছি ।
বক্তারা আরও বলেন , অবিলম্বে জনগণকে সাথে নিয়ে এই অবৈধ সরকারকে জননেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেত্রিত্তে দেশেবিদেশে তুমুল আন্দোলনের মাধ্যমে চির বিদায় করা হবে ইনশাআল্লাহ ।
সভায় বক্তব্য রাখেন , সহ সভাপতি জাহাঙ্গীর আলম ,সহ সভাপতি আব্দুর রশিদ ,সহ সভাপতি ইমাম হোসেন পাভেল, সহ সভাপতি মিলন আহমদ ,সহ সভাপতি শফিকুল হক ।
অনান্নের মধ্যে উপস্তিত ছিলেন দপ্তর সম্পাদক শামিম বেপারী ,যুব সম্পাদক আসলাম ফকির লিটন , আরিফুল হক , রাফাত ডালি , সাজেল আহমদ , জনি জায়গীরদার , সুহেল উদ্দিন ,মনয়ার হুসেন , আবুল হাসেম ডন , এনাজ রহমান , সালা উদ্দিন আহমদ , ইরশাদ উদ্দিন প্রমুখ ।-প্রেস বিজ্ঞপ্তি