সিংহ, নেকড়ে-চিতা ছাড়া ঘুম হয় না যে মেয়েটির
প্রকাশিত হয়েছে : ৮:০৮:১২,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: বয়স মাত্র ১০। তবে ভয়ডরের বালাই নেই একফোঁটাও। তাই তো সিংহ, নেকড়ে ও চিতাবাঘের সঙ্গে নিশ্চিন্তে এক বিছানায় ঘুমোয় সৌদি আরবের ছোট্ট মেয়ে মাদওয়াই আল অঞ্জি।
গণমাধ্যমকে অঞ্জি জানায়, ওদের ছাড়া সে ঘুমোতে পারে না। দেড় থেকে ৩ বছরের মধ্যে ওদের সকলের বয়স। ওদেরকে খুবই ভালবাসে ছোট্ট মেয়েটি। ওদের সঙ্গে থাকার জন্য নিজের বাবার কাছ থেকে বিশেষ ট্রেনিং সে পেয়েছে।
তবে অন্য শিশুদের সাবধান করতে চায় সে। অঞ্জি বলে, ওরা তার পরিবারের সদস্য।