সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ২জন আটক
প্রকাশিত হয়েছে : ৮:৪৫:১৯,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৪
চট্টগ্রাম ডেস্ক::
চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকার আল মদিনা ক্লাবের সামনে একটি কাভার্ড ভ্যান থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলায় শাহ আলম (৩০) ও টেকনাফের ইমাম হোসেন (২২)। তারা এসব ইয়াবা কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাচ্ছিল ।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে সিলিন্ডার বক্সের ভেতের থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাভার্ড ভ্যানের চালক ও তার সহযোগীকে আটক করা হয়।