‘সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া যায়নি’
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:৫২,অপরাহ্ন ১৫ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া যায়নি— এই মর্মে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টায় প্রতিবেদন জমা দেয়া হয়। দুপুরের পর অ্যাটর্নি জেনারেল প্রতিবেদনটি আদালতে জমা দেবেন বলে জানা গেছে। গত মঙ্গলবার উত্তরার একটি বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েক ব্যক্তি সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তার পরিবারের।