সালাহ উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে শিলং পুলিশ
প্রকাশিত হয়েছে : ২:১৩:০১,অপরাহ্ন ০৩ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ আইনে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়ে শিলং পুলিশ। আজ বুধবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এম লামহারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এল এম নম্বরির আদালতে এই চার্জশিট দাখিল করে পুলিশ। সন্ধ্যায় শিলং সিটির পুলিশ সুপার বিবেক সিয়াম এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রের খবর, চার্জশিটে শুধুই অনুপ্রবেশের অভিযোগ এনেছে শিলং পুলিশ। আগামী ১০ জুন ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত শেষ হবে সালাহ উদ্দিনের। সেদিনও আবার আদালতে তোলা হবে তাকে।
উল্লেখ্য, বিএনপি নেতা সালাহ উদ্দিনের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা হওয়ার ২৩ দিন পর আদালতে চার্জশিট দাখিল করল পুলিশ।