সালমান খানকে দোষী সাব্যস্ত করলো সুপ্রিম কোর্ট!
প্রকাশিত হয়েছে : ৭:৪২:৩১,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক::
সালমান খানের উপর থেকে যেন কালো মেঘের ঘনঘটা কিছুতেই কমছে না। এবার সেই পুরনো ঝামেলার নতুন মোড় নিতেই দেখা গেল। বিলুপ্তপ্রায় কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খানকে দোষী সাব্যস্ত করলো সুপ্রিম কোর্ট।
রাজস্থান উচ্চ আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে গত বুধবার, ১৪ জানুয়ারি এ রায় ঘোষণা করা হয়। সালমানের বিরুদ্ধে এ রায় বহাল রাখা হবে কি-না উচ্চ আদালতকে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে ভারতের শীর্ষ আদালত। রায়ে বলা হয়েছে, বিদেশে যাওয়ার খুব প্রয়োজন হলে উচ্চ আদালতে আবেদন করতে পারবেন সালমান।
উল্লেখ্য, ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির কাজের ফাঁকে ১৯৯৮ সালে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে দুটি চিনকারা ও একটি হরিণ শিকার করেন সালমান। এ কারণে তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়। কিন্তু নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সেই নির্দেশ স্থগিত রাখে রাজস্থান উচ্চ আদালত। এরপর শীর্ষ আদালতে যায় রাজস্থান সরকার। সেই আবেদনের ভিত্তিতেই রায় দিলো সুপ্রিম কোর্ট।