সারিয়াকান্দিতে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ৮:২২:২১,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বগুড়ার সারিয়াকান্দিতে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী সিরাজুল। গতকাল রবিবার সকাল ১০টার এদিকে এ ঘটনা ঘচে। নাজমা গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের আকবার আলীর মেয়ে।
স্থানীয় বাসিন্দা জানান, গতকাল রবিবার সকাল ১০টায় আমতলী গ্রামের সিরাজুল ইসলাম ও তার স্ত্রী নাজমার সাথে নিজ বাড়িতে যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দা দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করায় নাজমা মৃত্যুবরণ করে। নাজমা সিরাজুল ইসলামের ২য় স্ত্রী। গত ৫ মাস আগে মোবাইল ফোনে প্রেমের মাধ্যমে সিরাজুল তার ১ম স্ত্রী ও সন্তানের কথা গোপন রেখে গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের আকবার আলীর মেয়ে নাজমাকে বিয়ে করে। বিয়ের পর হতে যৌতুকের জন্য উভয়েরই ঝগড়া হতো। যৌতুকের জন্য নাজমাকে হত্যা করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি এসএম ওয়াহেদুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ নাজমার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা দায়েরেরে প্রস্তুতি চলছে।