সারা দেশে ১৪ দল মানববন্ধন করবে রবিবার
প্রকাশিত হয়েছে : ৮:৩৮:২৭,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের নামে মানুষ হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলীয় জোট আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে। ওই দিন বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এক যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বুধবার সকালে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ কথা জানান।
নাসিম বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ‘জঙ্গিবাদী নেত্রী’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘তিনি শুধু মানুষকে খুন করতে পারেন। তিনি গণতান্ত্রিক নেত্রী হলেও হতাশাগ্রস্ত হয়ে এখন সন্ত্রাসবাদী ও জঙ্গিবাদী নেত্রীতে পরিণত হয়েছেন।’১৪ দল তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘সন্ত্রাস দমনে কোনও ধরনের শীথিলতা ও অবহেলা দেখানো চলবে না। কঠোর হস্তে তাদের দমন করতে হবে। প্রত্যেকটি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।’
‘সাতদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে’ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি কখনও বলিনি সাতদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। পরিস্থিতি অবশ্যই স্বাভাবিক হবে। আমরা তাদের বিরুদ্ধে বিজয়ী হবো।’
মানববন্ধন ছাড়াও ৭ ফেব্রুয়ারি ১৪ দলের কেন্দ্রীয় নেতারা কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল হামলার স্থানে প্রতিবাদ সমাবেশ করবে। একই দিনে ১৪ দলের শরিক জাসদের উদ্যোগে সারাদেশে সন্ত্রাসবিরোধী দিবস পালিত হবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি ওয়ার্কার্স পার্টি এবং ১৩ ফেব্রুয়ারি সাম্যবাদী দল সন্ত্রাসবিরোধী কর্মসূচি পালন করবে।