সারা দেশে যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ১১:২২:০৮,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল ।
চলতি বছরের ১১ নভেম্বর জাতীয় ও বিপ্লব দিবস উপলক্ষে লন্ডনে শাখা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তারেক রহমান তার বক্তব্যে বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলায় মানহানি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার সমন ফেরতের নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় মহানগর হাকিম আতাউল হকের আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। এর আগে ১৭ নভেম্বর মহানগর হাকিম রেজাউল করিম ১০ ডিসেম্বরের মধ্যে তারেককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল ঢাকা প্রতিদিন ডটকমকে এই তথ্য জানিয়েছেন।