সারা ও কার্তিকের অন্তরঙ্গ দৃশ্য ভাইরাল! [ভিডিও]
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:২১,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৯
বিনোদন ডেস্ক:: বলিউডে হালের জনপ্রিয় দুই তারকা সারা আলি খান ও কার্তিক আরিয়ানের সিনেমা নিয়ে আরো খবর জানতে একাগ্রচিত্তে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। গেল সপ্তাহে নিশ্চিত খবর বেরোয়, পরিচালক ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল টু’-তে জুটি বাঁধছেন তাঁরা। চুক্তিও সেরে ফেলেছেন।
সেই খবরের দিনকয়েক বাদে দিল্লি ছেড়েছেন সারা ও কার্তিক। নির্মাতা ইমতিয়াজ আলির সঙ্গে তাঁদের টানা এক মাসের শুটিং শিডিউল। এর পরই অন্তর্জালে একটি ঝাপসা ভিডিও ভাইরাল হলো। গুঞ্জন, ভিডিওতে যে দুজন ঠোঁটবন্ধনে উষ্ণতা ছড়াচ্ছেন তাঁরা আর কেউ নন, স্বয়ং কার্তিক আরিয়ান ও সারা আলি খান।
বলা হচ্ছে, ওই ভিডিও ‘লাভ আজকাল টু’র সেট থেকে তোলা। আর তা ফাঁস করেছেন ভক্তরাই। যদিও ওই দৃশ্যে সত্যিই সারা ও কার্তিক রয়েছেন কি না, তা নিয়ে ভিন্নমত রয়েছে। তবে ভক্তরা বলছেন, তাঁরা আর কেউ নন, সারা ও কার্তিকই রয়েছেন ঠোঁটবন্ধনে।
কার্তিক আরিয়ান আর সারা আলি খানকে নিয়ে কম লেখা হলো না। ‘সোনু কে টিটু কি সুইটি’ তারকা কার্তিককে ক্রাশ বলেছিলেন সারা, একান্তে সময় কাটানোর ইচ্ছেও প্রকাশ করেছিলেন। সেই থেকে শুরু।
কিছুদিন আগে কার্তিক আরিয়ানকে ‘খুব কিউট’ বলে প্রশংসায় ভাসিয়েছিলেন নবাবজাদি সারা। জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলি খানের সামনেই সারা বলেছিলেন, হালের সেনসেশন কার্তিক তাঁর ক্রাশ, একান্তে সময় কাটাতেও রাজি। এরপর থেকেই এ দুজনকে নিয়ে চলছে নানা আলোচনা।
ভিডিওটি যদি সত্যিই সারা ও কার্তিকের হয়, তবে নিশ্চিত ‘লাভ আজকাল টু’র প্রতি সিনেপ্রেমীদের আগ্রহ আরো বাড়বে।২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘লাভ আজকাল’ ছবিটি। প্রথম কিস্তিতে জুটি বেঁধেছিলেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। ১০ বছর পর সেই ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে, আর তাতে প্রধান চরিত্রে আছেন সাইফকন্যা। এর আগে অবশ্য খবর বেরিয়েছিল, এই ছবিতে সারার বাবাও থাকবেন। তবে পরে সে খবর প্রত্যাখ্যান করেন সাইফ।