সারাদেশে যুব দলের বিক্ষোভ মিছিল মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ১০:৪৩:৪৪,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বঙ্গবন্ধুকে নিয়ে মন্তব্য করায় বিএনপির সিনিয়র চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত মামলায় সমন জারির প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট রেজাউল করিম আগামী ১০ ডিসেম্বর তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন । সোমবারই ওই আদালতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. মনির খান মামলাটি দায়ের করেন।
এর প্রতিবাদে ঢাকা মহানগরের প্রতিটি থানায় থানায় এবং সারাদেশের প্রতিজেলায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
মামলায় বলা হয়েছে, গত ৭ নভেম্বর তারেক রহমান যুক্তরাজ্যে জাতীয় সংহতি দিবসের আলোচনা সভায় লন্ডন আট্টিয়াম হলে বলেছেন, ‘শেখ মুজিবর রহমান স্বাধীনতার পর পাকিন্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছিলেন। তাই তিনি ছিলেন পাকবন্ধু, তিনি বঙ্গবন্ধু ছিলেন না।
উল্লেখ্য, এর আগে তারেক রহমানের বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এই মামলাটি দায়ের করেন। আওয়ামী লীগ নেতাদের কুলাঙ্গার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুলাঙ্গারদের নেত্রীসহ বিভিন্ন মানহানিকর উক্তি করায় মামলাটি করা হয়। ওই মামলাটি আদালত থেকে পল্টন থানার ওসিকে (তদন্ত) তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।