সারাদেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১২:১২:১২,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
অবরোধের নামে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নাশকতা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ইমরান হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক মোস্তাইন বিল্লাহ, বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌরেন বিশ্বাস, প্রাণি বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. শাহ আলম, সমাজতত্ত্ব বিভাগের ভিজিটিং অধ্যাপক ড. আবদুর রউফ, বাংলা বিভাগের অধ্যাপক ড. আমাতুল লায়লা জামান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য প্রমুখ।