সারাদেশের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ২:৩২:৪৪,অপরাহ্ন ২৫ মে ২০১৫
নিউজ ডেস্ক :: উত্তর ও দক্ষিণবঙ্গসহ সারাদেশের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন মালিক ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা। সোমবার বিকেলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির সঙ্গে বৈঠক করেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সন্ধ্যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের কাছে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে নিশ্চিত করেন। বৈঠকে উত্তর ও দক্ষিণবঙ্গের মালিক ও পরিবহন শ্রমিক নেতারাসহ সারাদেশের শ্রমিক ও পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, শ্রমিক পক্ষে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান প্রমুখ।
সম্প্রতি ফরিদপুরে সোহাগ পরিবহনের বাস ডাকাতির ঘটনায় চালক ও হেলপারকে আটকসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকদের ওপর হামলার অভিযোগ এই ধর্মঘট ডাকা হয়।