সামুদ্রিক বিজ্ঞান-এর সাবেক শিক্ষার্থী বাঁশখালীর কৃতি সন্তান রাজেশ সিকদার´র পিএইচডি ডিগ্রী অর্জন
প্রকাশিত হয়েছে : ৩:১৩:০৫,অপরাহ্ন ১৬ মে ২০১৫
ড: রাজেশ সিকদার চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, বেইজিং থেকে ২০১৪ সালের জুন মাসে সাফল্যের সাথে ডক্টরেট (Ph.D) ডিগ্রী অর্জন করেছেন। তার Ph.D গবেষনার বিষয় ছিল Agricultural Development Strategies for Poverty Alleviation in Bangladesh. বর্তমানে তিনি ইউনিভেট লিমিটেড-এ ডিপার্টমেন্ট ম্যানেজার (একুয়া) হিসেবে কর্মরত আছেন। ড. সিকদার চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার জলদী গ্রামের রনদা প্রসাদ সিকদার ও মমতা দাশ-এর ছোট সন্তান।
তার এই পিএইচডি ডিগ্রী অর্জনের গবেষনায় যাদের সহযোগীতা পেয়েছিলেন তারা হলেন ড: মিজানুর রহমান, ভিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ড: মো: ওয়াকিলুর রহমান, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ রুরাল সোসিওলোজি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অন্যতম।
তার পিএইচডি যাত্রার অনুপ্রেরণা দানকারী হলেন চাচা শশুর ড: সুবিনয় নন্দী’ যিনি বর্তমানে জাতিসংঘ শ্রীলংকা তে আবাসিক প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
ড: সিকদার ডিগ্রী অর্জনে তার পরিবারের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । বিশেষ করে তার বাবা-মা, শশুর-শাশুড়ি ’র আশীর্বাদ, এবং একমাত্র বড় ভাই এর সমর্থন এবং সর্বোপরি প্রানপ্রিয় স্ত্রীর অকুন্ঠ সমর্থন তার এই পথচলায় পাথেয় ছিল। ড: সিকদার বিশিষ্ট গায়ক সুবীর নন্দীর জামাতা।
ড: সিকদার মেরিন সায়েন্স থেকে অনার্স, এর পর রাশিয়ার গণমৈত্রী বিশ্ববিদ্যালয় (People’s Friendship University of Russia) থেকে Agricultural Economics e মাস্টার্স করেন।