সাভার-আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল ও মহিলা দল বিক্ষোভ মিছিল করেছে
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:০২,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ ও আজকের গণতন্ত্র হত্যা দিবস সফল করার উদ্যোশে কালো পতাকা হাতে নিয়ে সাভারের বিশমাইলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা জেলা মহিলা দল ও থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ।
আজ সোমবার সকাল ৭ টার দিকে বিক্ষোভ মিছিলটি সাভারের গকুলনগর এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা দলের আহবায়ক সাবিনা ইয়াসমিন সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার উর্মি সহ অন্যরা ।
অন্যাদিকে, সকাল ৮ টার দিকে বিক্ষোভ মিছিলটি আশুলিয়ার ইস্টান হাউজিং মাঠ থেকে শুরু বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বিাভন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকার মারর্কেট গিয়ে শেষ হয় । মহাসড়কে এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাস্তা থেকে দৌড়ে পালিয়ে যায়। বিক্ষোভ মিছিলে এসময় নেতাকর্মীরা অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচনের দাবি জানান তা না হলে খালেদা জিয়ার নির্দেশে কঠোর আন্দোল গড়ে তোলা হবে।