সাভারে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে ১ জন গুলিবিদ্ধ
প্রকাশিত হয়েছে : ১০:৫১:৩৭,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সাভারে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে ১ জন গুলিবিদ্ধসাভার (ঢাকা), ০৭ জানুয়ারি, এবিনিউজ : সাভারে ঢাকা-আরিচা মহাড়কের সিএন্ডবি এলাকা তৈল ভর্তি ট্রাক ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে ১জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এ সময় তৈল ভর্তি ট্রাকটি উদ্ধার করা সম্ভব হলেও পালিয়ে যায় ডাকাতির সাথে জড়িত অপর ২ ডাকাত সদস্য। গুলিবিদ্ধ ডাকাতের নাম শাহাজাহান মিয়া (৪৫)। তার দেশের বাড়ি নোয়াখালী জেলার সদরপুর থানায়। সে আশুলিয়ার বাড়ই পাড়া নামক স্থানে বসবাস করে। আজ বুধবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশ জানায়, তৈল ভর্তি ট্রাক ডাকাতি করে ভোররাতে ঢাকা-আরিচা মহাড়কের সিএন্ডবি এলাকা দিয়ে পালাবার সময় সন্দেহ ভাজন অবস্থায় ট্রাকটির গতিরোধ করলে, ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে ডিবি পুলিশের গুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এ সময় সাথে থাকা অপর ২ সহযোগী পালিয়ে যায়। এ সময় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত শাহাজাহান ও লুন্ঠিত ট্রাকটি উদ্ধার করে।
ঢাকা-জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রাশেল শেখ জানান, শাহাজাহান আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কে পরিবহনে ডাকাতি ও ছিনতাই করে আসছে।
তবে গুলিবিদ্ধ শাহাজাহানের দাবী, রাতে বাড়ই পাড়া থেকে মটর সাইকেল যোগে আলামিন নামে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের এক ছাত্র তাকে নিয়ে এসে সিএন্ডবিতে ট্রাকের এক ড্রাইভারের সাথে আলাপ করিয়ে দিবে বলে নামিয়ে দিলে পুলিশ অন্যায় ভাবে তাকে গুলি করে। সে আরো দাবি করে সে সুপার পরিবনের ড্রাইভার।