সাবেক সংসদ সদস্য পাপিয়ার জামিন নামঞ্জুর
প্রকাশিত হয়েছে : ৭:২২:১৭,অপরাহ্ন ২২ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: নাশকতার অবিযোগে পুলিশের দায়ের করা ৯ মামলায় জামিন পাননি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সোমবার পাপিয়ার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
পাপিয়ার আইনজীবী এ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।
এর আগে ১৬ জুন হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় নয় মামলায় তিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পাপিয়া।
শুনানি শেষে পল্টনের পাঁচ মামলায় ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান, লালবাগের এক মামলায় ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমান এবং মিরপুরের তিন মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।