সান্তাক্লজ সানি লিওন!
প্রকাশিত হয়েছে : ৭:০০:২৭,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক::
আজ রাতে সান্তাক্লজ আসুক আর নাই আসুক, তার অভাব পুরণ করে সান্তাক্লজ সেজে ড্রয়িংরুমে উপহারের ডালি নিয়ে উপস্থিত থাকবেন সানি লিওন। এক বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে সানি লিওনকে দেখা যাবে সান্তাক্লজের ভূমিকায়। সান্তা ক্লজের মতো উপহারের ডালি নিয়ে হাজির হচ্ছেন বলিউডের এই নায়িকা। সান্তা সানি আজ কী উপহার দেন সেটাই দেখার।
ইতিমধ্যে ওই অনুষ্ঠানের ২৫ সেকেন্ডের একটি ভিডিও টিজার প্রকাশ করা হয়েছে। ওই টিজারে চরম আবেদনময়ী ভঙ্গিমায় তাকে লাল পোশাকে দেখা যাচ্ছে। সান্তা ক্লজের মতো তার হাতে আছে লাল রংয়ের বাক্সে বড়দিনের উপহার।