সাত দিনে রাজ্জাকের সাত ছবি
প্রকাশিত হয়েছে : ৮:১৩:০৯,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: নায়ক রাজ রাজ্জাক দুই বাংলার চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী। তার চলচ্চিত্র জীবন শুরু হয় ১৯৬৮ সালে। পরে একে একে অভিনয় করেছেন তিনশত ছবিতে।
১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্ম নেয়া চলচ্চিত্রের এই বরপুত্রের প্রতি সম্মান জানাতে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা আয়োজন করেছে নায়ক রাজ রাজ্জাক অভিনীত চলচ্চিত্র নিয়ে সপ্তাহব্যাপি বিশেষ আয়োজন রাজ্জাক রেট্রোস্পেকটিভ।
চলতি মাস থেকে এটিএন বাংলায় প্রতিদিন বাংলা ছায়াছবি প্রচার করা হবে। প্রতিদিন ছায়াছবি প্রচারের বিশেষ এই আয়োজনের শুরুতে ১ থেকে ৭ ফেব্রুয়ারি প্রচার হবে রাজ্জাক অভিনীত সাতটি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত জনপ্রিয় ছায়াছবি নীল আকাশের নীচে চলচ্চিত্র দিয়ে শুরু হবে নায়ক রাজ রাজ্জাক অভিনীত চলচ্চিত্র নিয়ে এটিএন বাংলার বিশেষ আয়োজন।
ছবিটিতে রাজ্জাকের বিপরীতে অভিনয় করেছেন কবরী। ২ ফেব্রুয়ারি প্রচার হবে সুভাষ দত্ত পরিচালিত চলচ্চিত্র আবির্ভাব। এ ছবিটিতেও রাজ্জাকের বিপরীতে অভিনয় করেছেন কবরী। ৩ ফেব্রুয়ারি প্রচার হবে কামাল আহমেদ পরিচালিত চলচ্চিত্র অনুরাগ। ছবিটিতে রাজ্জাকের বিপরীতে অভিনয় করেছেন শাবানা।
৪ ফেব্রুয়ারি প্রচার হবে নারায়ন ঘোষ মিতা পরিচালিত চলচ্চিত্র এতটুকু আশা। ছবিটিতে রাজ্জাকের বিপরীতে অভিনয় করেছেন সুজাতা। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত বাংলা ছায়াছবি সন্ধি প্রচার হবে ৫ ফেব্রুয়ারি। নায়ক রাজ রাজ্জাক ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করেছেন শবনম, জাফর ইকবাল ও সুচরিতা। ৬ ফেব্রুয়ারি প্রচার হবে মঈনুল হোসেন পরিচালিত ছায়াছবি যোগাযোগ। ছবিটিতে আরো অভিনয় করেছেন শবনম, জাফর ইকবাল ও চম্পা। ৭ ফেব্রুয়ারি প্রচার হবে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ছবি সমর। এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন শাবানা, আলমগীর ও দিতি।