সাতক্ষীরা সীমান্তে ১৩ বাংলাদেশি আটক
প্রকাশিত হয়েছে : ৬:১১:১৮,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: অবৈধভাবে ভারতে প্রবেশকালে সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্ত থেকে ১৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃস্পতিবার রাত ৮টার দিকে কালিগঞ্জ সীমান্তের নলতা চৌমহুনী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-মো. জাহাঙ্গীর (৩৫), মিলন হোসেন (২৮), সাদ্দাম হোসেন (২২), আলমগীর বাশার (৩৩), মিজানুর রহমান (২৫), টিপু সুলতান (২০), নাজিম উদ্দিন পলাশ (২০), উজ্জ্বল হোসেন (১৮), আরিফুল ইসলাম (১৮), মো. রায়হান (১৩), মো. ওয়ালিউল্লাহ (১৪), মো. নয়ন (১৪) ও আব্দুস সালাম (৩৭)।
তাদের বাড়ি জেলার শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামে।
বিজিবির সাতক্ষীরা ৩৪ নীলডুমুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আহাদুল ইসলাম বলেন, আটকদের কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।