সাগর থেকে উদ্ধার হওয়া ২০৮ জন বাংলাদেশীকে ফেরত পাঠাবে মিয়ানমার
প্রকাশিত হয়েছে : ১১:৪৭:৩৩,অপরাহ্ন ২৩ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
সাগর থেকে উদ্ধার হওয়া ২০৮ জন বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে মিয়ানমার। শনিবার দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে। আর ওই বাংলাদেশীদের পরিচয় নিশ্চিত করতে আগামীকাল রোববার মিয়ানমারে ১০ সদস্যের দল পাঠাবে বিজিবি। গতকাল শুক্রবার সাগরে ভাসমান প্রায় ২০৮ জন বাংলাদেশীকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী।
মিয়ানমানের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের জ্যেষ্ঠ কর্মকর্তা তিং মুয়াং সোয়ে এ দাবি করেন। অভিবাসীবাহী একটি নৌযান থেকে তাদের উদ্ধার করা হয়। এটাই মিয়ানমার সরকারের সাগর থেকে অভিবাসন-প্রত্যাশীদের উদ্ধারে প্রথম অভিযান। তিং মুয়াং সোয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বাংলাদেশীদের উদ্ধারের খবরটি জানিয়েছেন।