সাগরভাসা অভিবাসী উদ্ধারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রকাশিত হয়েছে : ৬:১৬:১৫,অপরাহ্ন ২১ মে ২০১৫
প্রবাস ডেস্ক: রোহিঙ্গাসহ সাগরে ভাসমান অভিবাসীদের বহনকারী নৌযান সমুদ্র থেকে উদ্ধার ও অনুসন্ধানের জন্য দেশের নৌবাহিনী ও কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
বৃহস্পতিবার এক বিবৃতিতে নাজিব রাজাক এ নির্দেশ দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নাজিব তার ফেসবুক অ্যাকাউন্টে বলেন, আমি রয়্যাল মালয়েশিয়ান নেভি ও মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সিকে রোহিঙ্গা বহনকারী নৌযান উদ্ধার ও অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছি। প্রাণহানি আমাদের ঠেকাতে হবে।