সাকিবের বাকি নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে বিসিবি
প্রকাশিত হয়েছে : ২:৪১:৪৩,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে খেলার সুযোগ পেতে পারেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আপিল করা হলে বিদেশের টুর্নামেন্টে খেলতে যাওয়ার ব্যাপারে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মঙ্গলবার এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নামজুল হাসান পাপন।
গত ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। এ সময় আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য সাকিবকে অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ারও ঘোষণা দেয় তারা।
পরে বর্তমান সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারের শাস্তির মেয়াদ কমায় বিসিবি। ১৫ সেপ্টেম্বর থেকে দেশের হয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় তারা। তবে দেশের বাইরের টুর্নামেন্টে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা থেকেই যায়।
ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে না পারা সাকিব জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন। প্রথম দুই টেস্টে ১৭ উইকেট নেয়ার পাশাপাশি একটি শতকসহ ১৬৩ রান করেন তিনি।
খুলনা টেস্টে শতক ও ১০ উইকেট নিয়ে ইয়ান বোথাম ও ইমরানের খানের পাশে বসেন সাকিব। এই তিনজনেরই একই টেস্টে শতক ও ১০ উইকেট নেয়ার কৃতিত্ব রয়েছে।