সাকিবকে ঘিরেই মূল পরিকল্পনা জিম্বাবুয়ের
প্রকাশিত হয়েছে : ১০:২৯:৪১,অপরাহ্ন ২২ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
এবারের বাংলাদেশ সফরটা মোটেও ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের। টেস্ট সিরিজে ৩-০তে হোয়াইটয়াশের পর ওয়ানডে সিরিজেও হার দিয়ে শুরু করেছে সফরকারীরা। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুন্যই বার বার বাংলাদেশের সাথে ব্যবধান গড়ে দিচ্ছে জিম্বাবুয়ের। আর তা মানলেন জিম্বাবুয়ের হেড কোচ স্টিফেন ম্যাঙ্গোঙ্গো।
শনিবার জিম্বাবুয়ে দলের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ম্যাঙ্গোঙ্গো। তিনি বলেন, ‘টেস্ট সিরিজের মতো ওয়ানডেতেও আমাদের সাথে ব্যবধান গড়ে দিল সুপার সাকিব। সে দারুণ খেলেছে। তাই পরের ম্যাচগুলোতে আমাদের লক্ষ্য থাকবে সুপার সাকিবকে কিভাবে আটকানো যায় তার পরিকল্পনা করা।’
শুক্রবারের প্রথম ওয়ানডে নিয়ে ম্যাঙ্গোঙ্গো বলেন, ‘আমাদের শুরুটা দারুণ হয়েছিল। ম্যাচে আমাদের ভালো সুযোগ ছিল। ৫ ওভারে ৪৭ রান তুলেছিল ওপেনাররা। তখন আরেকটু মেলে ধরার প্রয়োজন ছিল। কিন্তু আমরা পারিনি। শেষ টেস্ট ম্যাচে আমরা বাংলাদেশের স্পিনের বিপক্ষে ভালো খেলেছিলাম। কিন্তু হতাশাজনক ব্যাপার হলো প্রথম ওয়ানডেতে আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলাম না।’
রোববারের দ্বিতীয় ওয়ানডে নিয়ে জিম্বাবুইয়ান কোচ বলেন, ‘ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের ভালো করতে হবে। আমি আশা করবো আমাদের ছেলেরা পরের ম্যাচে তা করে দেখাবে।’
আগামীকাল রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। খেলা শুরু হবে দুপুর ১২.৩০ মিনিটে। সিরিজের বাকি ম্যাচগুলোও বেলা দেড়টার পরিবর্তে সাড়ে ১২টায় শুরু হবে।
উল্লেখ্য, শীতের কুয়াশায় মাঠে অতিরিক্ত শিশির জমায় গতকাল শুক্রবার সিরিজের বাকি ম্যাচগুলোর সময় এ ঘন্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)