সাউথ আফ্রিকার কাছে ৬২ রানে হারলো জিম্বাবুয়ে
প্রকাশিত হয়েছে : ১১:২০:১৪,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
৩৪০ রানের লক্ষে খেলতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। উদ্বোধনী জুটিতে আসে ৩২ রান। ভারন ফিল্যান্ডারের বলে ফেরার আগে ওপেনার সিকান্দার রাজার সংগ্রহ ৫ রান। কিন্তু এরপরই দ্বিতীয় উইকেটে জুটিতে চামু চিবাবা-হ্যামিল্টন মাসাকাদজা তোলেন ১০৫ রান। ইমরান তাহিরের শিকার হওয়ার আগে চিবাবার সংগ্রহ ৬৩ রান। তৃতীয় উইকেটে আরেকটি দারুণ জুটি গড়ার চেষ্টা করে জিম্বাবুয়ে। মাসাকাদজা-টেলরের এ জুটিতে আসে ৫৩ রান। ৮০ রান করে মাসাকাদজা ফিরেছেন তাহিরের বলে। টেলর আউট হওয়ার আগে করেছেন ৪০ রান।
ভালো ইঙ্গিত দিলেও ব্যাটিং ক্রিজে প্রোটিয়া বোলারদের কাছে মাথা নত করে চলেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। মাত্র ৪৮.১ ওভার শেষে ১০ উইকেট হারিয়ে ২৭৭ রান করে ৬২ রানে পরাজিত হলো জিম্বাবুয়ে।
সাউথ আফ্রিকা ৩৩৯/৪ (৫০ ওভার), জিম্বাবুয়ে ২৭৭/১০ (৪৮.২ ওভার)
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে ২৭৭/১০ (৪৮.২ ওভার)
চামু চিবাবা ৮২ বলে ৬৩* রান
সিকান্দার রাজা ১৩ বলে ৫* রান
মাসাকাদজা ৭৪ বলে ৪০* রান
টেলর ৪০ বলে ৪০* রান
ওয়ালিয়ামস ১৩ বলে ৮* রান
ইরভিন ২১ বলে ১৮* রান
চিগুম্বুরা ৭ বলে ৮* রান
মিরা ২৫ বলে ২৭* রান
পানইয়াঙ্গারা ৪ বলে ৪*রান
চাঁটারা ১১ বলে ৬* রান
কামুঙ্গঞ্জা ০ বলে ০ *রান