সাংবাদিক নিখোজের ঘটনায় কুলাউড়া সাংবাদিক ফোরামের উদ্বেগ
প্রকাশিত হয়েছে : ১:২১:৪০,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৪
কুলাউড়ায় দুর্নীতির সংবাদ প্রকাশের পর থেকে সাংবাদিক নিখোজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কুলাউড়া সাংবাদিক ফোরাম। ফোরামের সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারী শাকিল সিদ্দিকী খালেদ এবং সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ এক যৌথবিবৃতিতে জানান, নিখোজের ঘটনায় কর্মরত সাংবাদিকদের মধ্যে আতংক বিরাজ করছে। বিশেষ করে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক কুচক্রীমহল কর্তৃক সাংবাদিক মুহিবুর রহমান তোতাকে বারবার হুমকি প্রদান এবং তার নিখোজের ঘটনাটি একই সূত্রে গাথাঁ। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাকে উদ্ধার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।