সাংবাদিকপুত্রের আঙ্গুল কর্তন : চিকিৎসায় অবহেলাকারী ডাক্তারদের সনদ বাতিলের দাবি
প্রকাশিত হয়েছে : ২:৪২:১৩,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় বাংলাভিশনের ক্যামেরাপার্সন বদরুর রহমান বাবরের ছেলে সাফির অঙ্গহানির (ডান হাতের আঙ্গুল) ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে নগরীর নয়াসগক সমাজ কল্যান সংস্থার নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে তারা বলেন, চিকিৎসা সেবা একটি মহৎ পেশা। এ পেশাকে কলংকিত করছে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার নামধারী কয়েকজন দুষ্কৃতিকারী। তারা অপারেশন থিয়েটারে রোগীর সেবার পরিবর্তে নিজেরা হাসি-তামাশায় ব্যস্ত থাকছে। এছাড়া রোগীর স্বজনদের সাথেও দুর্ব্যবহার করছে। এই ডাক্তার নামধারী দুষ্কৃতিকারীদের অবহেলার কারণে সাংবাদিক বাবরের শিশুপুত্র সাফির আঙ্গুল কেটে ফেলতে হয়েছে। এই অপকর্মের সাথে জড়িতদের ডাক্তারি সনদ বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন নয়াসড়ক সমাজ কল্যান সংস্থার সভাপতি ইকবালুর রহমান, সাধারণ সম্পাদক অসিত ভট্রাচার্য, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সদস্য রাজিব, জয়, খোকন, বাপ্পী, রাজিব, জুনেল, আন্দ্রিয়, ফয়সল, রেজওয়ান, রায়হান আহমদ, সায়েম, সাঈদ প্রমুখ।