সাংবাদিককে রাজাকারের বাচ্চা বললেন মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:৫৫,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নানা বিতর্কিত বক্তব্যে এর আগেও আলোচনা সমালোচনায় খোরাক হন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। এবার এক সাংবাদিককে ‘সন অব রাজাকার’ অর্থাৎ রাজাকারের বাচ্চা বলে আলোচনায় আসলেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি।
বার্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, নাশকতাকারীদের আর আইনের মাধ্যমে বিচার নয়, দেখামাত্র গুলি এবং পাড়া-মহল্লায় তাদের চিহ্নিত করে শাস্তি দেয়া হবে।
তার এমন কথায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক খালিদ আরাফাত প্রশ্ন করেন, দেখামাত্র গুলি- এতে নিরপরাধ মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে কি-না?
এর জবাবে মন্ত্রী বলেন, আপনি কী তাদের ডিফেন্ড করতেছেন? কী করে আপনি এ ধরনের প্রশ্ন করেন?
বেরিয়ে যাওয়ার সময় মন্ত্রী খালিদ আরাফাতের সামনে এসে তাকে ‘সন অব রাজাকার’ বলেন।