সহিংসতায় নিহতদের স্মরণে ১৪ দলের গায়েবানা জানাযা
প্রকাশিত হয়েছে : ৯:৩৭:০১,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালে সহিংসতায় নিহতদের স্মরণে গায়েবানা জানাযা নামাজ পড়েছেন ১৪ দলের নেতাকর্মীরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে এ জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, ১৪ দলের নেতা মাইনুদ্দিন খান বাদল প্রমুখ।