সহিংসতার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৯:২৯:০৭,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: দেশে চলমান সহিংসতার প্রতিবাদে নগরীর জি এল রায় রোডের চেম্বার ভবনের সামনে মানববন্ধন করেছে রংপুরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।
রোববার দুপুর ১২ টা থেকে ১২টা ৫ মিনিট পর্যন্ত চলা মানববন্ধনে শত শত ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধন শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুন্নুন, রংপুর মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম মিলন, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, চেম্বারের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বাবলু, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক আলতাব হোসেন ও রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সরোয়ার টিটু।
বক্তারা বলেন, দেশে হরতাল অবরোধের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। ব্যবসায়ীদের দোকানপাটে আগুন দেওয়া হচ্ছে। দিনের পর দিন হরতালের কারণে তারা ব্যবসা করতে পারছেন না। দেশে জ্বালাও পোড়াওয়ের নামে অর্থনীতি ধ্বংস করা হচ্ছে।
হরতাল ও অবরোধ প্রত্যাহারের জন্য এ সময় ব্যবসায়ীরা বিরোধী দলের প্রতি আহ্বান জানান।